Home আন্তর্জাতিক চীনে দুর্ঘটনায় নয়জন রেলকর্মী নিহত

চীনে দুর্ঘটনায় নয়জন রেলকর্মী নিহত

32

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় নয়জন রেলকর্মী নিহত হয়েছে। শুক্রবার কয়েকজন রেলকর্মী রেলপথে ওঠে যাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়
সিসিটিভি জানায়, প্রায় ৪০ জন শ্রমিক জিনচং শহরের একটি রেল লাইনের এক আবদ্ধ অংশে রক্ষণাবেক্ষণের কাজ করছিল। এ সময় একটি ট্রেন এগিয়ে আসে। তখন তাদের কয়েকজন রেল লাইনের ওপর ওঠে গিয়েছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে।
রেল বিভাগ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ও এর কারণ তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।