বরিশাল অফিসঃ জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সোমবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন, হাইওয়ে থানার ওসি এজাজুল হক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, এনজিও নেতা মোহাম্মদ আলী বাবু, মণীষ চন্দ্র বিশ্বাস, শাহীন আলম, আব্দুল কাদের, মনিরুজ্জামান মনির, মোঃ শাহজাহান প্রমুখ।