Home জাতীয় গার্ড অফ অনারে নারী ইউএনও বদলি প্রস্তাবনা বাতিলের দাবিতে বিক্ষোভ

গার্ড অফ অনারে নারী ইউএনও বদলি প্রস্তাবনা বাতিলের দাবিতে বিক্ষোভ

40

ডেস্ক রিপোর্ট: গার্ড অফ অনারে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বদলি চেয়ে সংসদীয় কমিটির প্রস্তাবনা বাতিল এবং চলচিত্রশিল্পী পরিমনীকে ধর্ষণচেষ্টার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল ৪ টায়, পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফাতেমা মেঘলার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সুমাইয়া সেতু। সভায় আরো বক্তব্য রাখেন প্রীতিলতা ব্রিগেডের সদস্য সাদিয়া ইমরোজ ইলা, রাইসা আমীন এবং লাভলী হক প্রমূখ । সভায় লাভলী হক বলেন, ইউএনও একটি রাষ্ট্রীয় পোস্ট, এই পদে দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি কোন লিঙ্গের সেটা কোন বিষয় না। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত। তাই রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় বিষয়টি মিলিয়ে না ফেলার জন্য আহবান জানান ।