গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের সৌজন্য বৈঠক

যুগবার্তা ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বুধবার গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সিপিবি’র একাদশ কংগ্রেসের পর বিভিন্ন বাম-গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এ বৈঠক হয়। এর আগে বাসদ ও ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি’র নেতৃবৃন্দ সৌজন্য বৈঠক করেন।
গণতান্ত্রিক বাম মোর্চার অফিসে বৈঠককালে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবি’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জাহির চন্দন, রফিকুজ্জামান লায়েক ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ-এর শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের অ্যাড. আবদুস সালাম, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, বাসদ-এর মাইনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
বৈঠককালে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দুই দলের নেতৃবৃন্দের কাছে পার্টির একাদশ কংগ্রেসে গৃহীত বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তেলার রাজনৈতিক লাইন তুলে ধরেন।
কমরেড সেলিম বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বামপন্থীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। বামপন্থী দলগুলোর মধ্যে অমিলের চেয়ে মিলের জায়গা অনেক বেশি। সেই মিলের জায়গাগুলো ধরে আমাদের ঐক্যকে আরো দৃঢ় করতে হবে। কার্যকর আন্দোলন গড়ে তুলতে বাম-গণতান্ত্রিক শক্তিকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কমরেড জাফর বাম-গণতান্ত্রিক দল ও শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য, সংহতি, সমঝোতা আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।