Home জাতীয় খুলনার ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

খুলনার ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

38

খুলনা অফিস: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়্ হয়।তবে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে । ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্ম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের সব ইউপি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে আরো কিছু নির্বাচনও স্থগিত হবে। তবে সংসদীয় আসনের কোনো উপ-নির্বাচন স্থগিত হবে না।

আগামী ২১ জুন দেশের ২৭১ ইউপি, লক্ষ্মীপুর-২ আসন ও ১১ পৌরসভা নির্বাচনের সময় নির্ধারন করা আছে। এছাড়া ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও চারটি ইউপির ভোট আগামী ১৪ জুলাই সম্পন্ন করার কথা ঘোষণা দিয়েছিল ইসি।