খুলনার রূপসায় অবৈধ ভারতীয় ঔষধ আটক।

খুলনা অফিসঃ রবিবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসা খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকা হতে ভারতীয় অবৈধ ১,৪৭,০০০ পিস ঔষধ জব্দ করেছে। যার বর্তমান প্রচলিত বাজার মূল্য ২ লক্ষ ৯৪ হাজার টাকা। ইদানিং কালে খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা সাতক্ষীরা এলাকা সমূহে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক টহল জোরদার করা হয়েছে এবং এই সাফল্য উক্ত টহলেরই অংশ। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম (সি) বিএন জানান একটি চক্র অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালানী “ করেছে । চোরাচালানী বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।