যুগবার্তা ডেস্কঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবার ঈদ করতে লন্ডন যাচ্ছেন। ইতিমধ্যে ভিসা গ্রহণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার যাত্রা করবেন।
এসময় লন্ডনে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করাবেন ঈদুল আজহার আগেই। এবং তারেক জিয়ার সাথে লন্ডনে ঈদুল আজহা পালন করবে।
বিশেষ সূত্রের খবর, খালেদা জিয়া লন্ডনে বড় ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন। করাবেন। এ ব্যাপারে দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ১৫ সেপ্টেম্বর লন্ডন যাত্রা করার প্রস্তুতি আছে। এরই মধ্যে তিনি বৃটিশ ভিসা সংগ্রহ করেছেন। সফরকালিন তিনি কিছু সাংগঠনিক কাজ সারবেন বলেও জানা গেছে।