খালেদা জিয়া ১৫ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন

যুগবার্তা ডেস্কঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবার ঈদ করতে লন্ডন যাচ্ছেন। ইতিমধ্যে ভিসা গ্রহণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার যাত্রা করবেন।
এসময় লন্ডনে তিনি চোখ ও পায়ের চিকিৎসা করাবেন ঈদুল আজহার আগেই। এবং তারেক জিয়ার সাথে লন্ডনে ঈদুল আজহা পালন করবে।
বিশেষ সূত্রের খবর, খালেদা জিয়া লন্ডনে বড় ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন। করাবেন। এ ব্যাপারে দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ১৫ সেপ্টেম্বর লন্ডন যাত্রা করার প্রস্তুতি আছে। এরই মধ্যে তিনি বৃটিশ ভিসা সংগ্রহ করেছেন। সফরকালিন তিনি কিছু সাংগঠনিক কাজ সারবেন বলেও জানা গেছে।