Home জাতীয় কেসিসি মেয়রের সুস্থতা কামনায় মোংলা সরকারি কলেজে দোয়া-মোনাজাত

কেসিসি মেয়রের সুস্থতা কামনায় মোংলা সরকারি কলেজে দোয়া-মোনাজাত

72

মোংলা থেকে মোঃ নূর আলমঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র সুস্থতা কামনায় মোংলা সরকারি কলেজের আয়োজনে আজ সকালে শিক্ষক মিলনায়তনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন, সাইদুর রহমান মিন্টু, মনিমোহন অধিকারী প্রমূখ। দোয়া-মোনাজাতে জনগনের সেবায় নিবেদিত দক্ষিণ জনপদের প্রাণ-পুরুষ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।