Home সারাদেশ কলাপাড়ায় কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা

কলাপাড়ায় কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা

20

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্যোচ (ইপজিয়া) উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.আবদুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা, জমির উর্বরতার মান ঠিক রাখা ও গ্রাম পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।