রাজশাহী অফিসঃ বাংলা ভাষার অন্যতম কবি ওয়ালী কিরণ আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় রাজশাহী নগরীর রাণীনগর পানির ট্যাংক সংলগ্ন নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে রাজশাহী কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে। কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে।
কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। এক শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে কবিতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। এছাড়া নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
কবি ওয়ালী কিরণ ১৯৫৮ সালের ২৫ জানুয়ারি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ১৩টি, গল্পগ্রন্থ ১টি এবং উপন্যাস ১টি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রূপান্তরের পাখি, উৎসভূমি, ওই নদী জলমঞ্চ, শূন্যতার ডানা, মগ্নপ্রতীক, অদৃশ্য পুরোহিত, কাব্যসমগ্র ইত্যাদি। প্রকাশিত উপন্যাস ‘দাসযুগের দিনলিপি’ এবং গল্পগ্রন্থ ‘অন্ধ অজগর’। তিনি কবিকুঞ্জ পদক, বগুড়া লেখকচক্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।