Home রাজনীতি ওয়াসার এমডির অপসারণের দাবিতে পথসভা

ওয়াসার এমডির অপসারণের দাবিতে পথসভা

43

ডেস্ক রিপোর্ট: ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের, দুর্নীতিবাজ এমডি তাকসিম এ খানের অপসারণসহ বিভিন্ন দাবিতে আগামী ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ এর সমর্থনে আজ শুক্রবার বিকাল ৫টা মিরপুর ১০ নং গোল চত্বর শাহ আলী মার্কেটের সামেন ও সেন পাড়ার মোড়ে বাসদ মিরপুর থানা শাখার উদ্যোগে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
বাসদ মিরপুর থানার ইনচার্জ শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, থানা শাখার নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল মামুন তাজু, কুদ্দুস মজুমদার, মাসুক হেলাল অনিক, রফিকুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারন সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স।