রাজশাহী অফিসঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ওয়ার্কার্স পার্টিকেই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা রাখতে হবে । জঙ্গিবাদী সন্ত্রাস সাম্রাজ্যবাদীদের কৌশল । এর জন্য পাড়া মহল্লা ও ওয়ার্ডে ওয়ার্ডে পার্টিকে শক্ত হাতে জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হবে ।
মঙ্গলবার বিকেলে রাজশাহী সাধারণ গ্রন্থাগারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর আয়োজিত ‘জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোল’ এই স্লোগান সামনে রেখে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই কথা বলেন ।
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলি লিকুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সম্পাদকমন্ডলির সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, অ্যাড. আবু সাঈদ, বোয়ালিয়া থানা সম্পাদক, মনিরুজ্জামান মনির, রাজপাড়া থানা সম্পাদক আবদুল মতিন. মতিহার থানা সম্পাদক রমজান আলি শাহমখদুম থানা সম্পাদক মিজানুর রহমান টুকু প্রমুখ ।