Home সারাদেশ ওয়ারী থানাকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরন

ওয়ারী থানাকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরন

25

স্টাফ রিপোটার: রাজধানীর ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রাজধানীর ওয়ারী থানার সামনে, রাজধানী মার্কেটের পাশে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে রবিবার রাতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ওয়ারী থানার সামনে তিনটি ককটেল ছোড়া হলে তা বিস্ফোরিত হয়। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানা গেছে।

ওয়ারী থানার ডিউটি অফিসার সাদ্দাম হোসেন জানান, ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফ্লাইওভার থেকে থানাকে লক্ষ করে ৪টা ককটেল নিক্ষেপ করে দুর্বিত্তরা। এসময় ৩টি ককটেল বিষ্ফোরিত হয়। ডিএমপির বোম ডিজপোজাল ইউনিট এসে ওপর ককটেল উদ্ধার করে বিস্ফোরণ ঘটায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।