Home সারাদেশ এমন শিলাবৃষ্টি আগে দেখেনি সিলেটবাসী

এমন শিলাবৃষ্টি আগে দেখেনি সিলেটবাসী

28

সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে রোববার রাত ১০টায়।

শিলাবৃষ্টি স্থায়িত্ব ১০থেক ১৫ মিনিট। কোথাও কোথাও আধাকেজি ওজনের শিলা পড়তে দেখা গিয়েছে । পাশাপাশি বয়ে গেছে আচমকা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস, এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা ধরে।

এসিকে সিলেটে এরকম শিলাবৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। শিলাবৃষ্টিতে রাস্তায় চলাচল করা অনেক গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা মানুষজন। তবে এখনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

আবহাওয়া অধিদফতর অবশ্য এর আগে সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।