উজিরপুরে শিশু পাচারকারী সন্দেহে আটক ৪

বরিশাল প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে নারী ও শিশূ পাচারকারী সন্দেহে শুক্রবার সন্ধ্যয় পৌর সদরের সরদার বোডিং থেকে ২ জন ও উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে সন্দেহ জনক ঘোরাফেরা করা অবস্থায় স্থানিয় লোকজনের সন্দেহ হলে তারা আটক করে থানায় খবর দিলে আরো ২ জনকে গ্রেফতার করেছে উজিরপুর থানার এস,আই কামাল পাশা। গেফতারকৃত ৪ প্রতারকই একই দলের সদস্য। গ্রেফতার কৃতদের নামে নারী নির্যাতন ও প্রতারনার অভিযোগে মামলা করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত প্রতারকদের মধ্যে গৌরনদী উপজেলার মিয়ারচরের আঃ কাদেরের ছেলে মোঃ জলিল হাওলাদার (৩৬),টরকী এলাকার মৃত আঃ করিম খানের ছেলে আবুল কালাম আজাদ,(৩২)কালকিনি উপজেলার চর টেংরামারা গ্রামের খোরশেদ সরদারের ছেলে টিপু সরদার (৩৫) ও পটুয়াখালির বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সৈইজ উদ্দিনের ছেলে নজরুল হাওলাদার (৪০)। এরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারনার মাধ্যমে চেতনা নাশক দ্রব্য খাইয়ে লোকজনদের অচেতন করে সর্বস্ব লুটপাট,নারী ও শিশুদের পাচার করতো বলে থানা পুলিশ জানিয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান এই চক্রের আরো সদস্য প্রতারনার কাজে লিপ্ত আছে বলে জানা গেছে,তাদেরকেও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।