বরিশাল অফিসঃ জেলার উজিরপুরের হারতা বাজারে মাছের আড়তে বোমা ও গুলিবর্ষণ করে এক ব্যবসায়ীকে হত্যাসহ ২৫ জনকে আহত করে প্রায় ১কোটি টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক সক্রিয় সদস্য আক্তার খন্দকারকে জনতা আটক করেছে। জানাগেছে, পার্শ্ববর্তী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে বিল্ব গ্রাম এলাকায় আত্মগোপনে থাকা ডাকাতের সাথে জড়িত সন্দেহে আক্তার খন্দকারকে বুধবার দিবাগত রাত বারোটার দিকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, উজিরপুর থানার ওসি মো গোলাম সরোয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।