Home সারাদেশ উজিরপুরে জাগ্রত অগ্রপথিকের উদ্যোগে হস্তিশুন্ড বিদ্যালয়ে খেলার জার্সি বিতরন

উজিরপুরে জাগ্রত অগ্রপথিকের উদ্যোগে হস্তিশুন্ড বিদ্যালয়ে খেলার জার্সি বিতরন

22

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত অগ্রপথিক এর উদ্যোগে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় হস্তিশুন্ড মোড়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ক্রীড়ামোদী শিক্ষার্থীর মাঝে খেলার জার্সি বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুবকর আকন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ,বিশিস্ট ক্রীড়া সংগঠক আব্বাস আলী তালুকদার ,জাগ্রত অগ্রপথিকের সহ সভাপতি ও প্রধান শিক্ষক নাজমুল হক , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ,ম্যনেজিং কমিটির সদস্য কবির হাসান শাহীন , ক্রীড়া শিক্ষক নাসির উদ্দীন মৃধা , সাংবাদিক মিঠু মোল্লা , সুদেব কুমার মন্ডল , জাগ্রত অগ্রপথিক এর দপ্তর সম্পাদক মেহেদী হাসান আল আমিন প্রমুখ। জাগ্রত অগ্রপথিকের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ইটালি প্রবাসী কাজী শাহাদাৎ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহায়তায় প্রতি বছর মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ফরম ফিলাপ এবং বৃত্তি প্রদান করা হয় , ঈদ ও কুরবানীতে বিভিন্ন সামগ্রী বিতরণ ,শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতর করে থাকেন।