উজিরপুরের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ

কল্যাণ কুমার চন্দ,বরিশাল থেকে ॥
নব গঠিত উজিরপুর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের (উজিরপুর সদর) কাউন্সিলর প্রার্থী উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগের বোনাফাইড কর্মি মোঃ জাকির হোসেন হাওলাদার সোমবার সকাল ৮টা থেকে দিনব্যাপী উজিরপুর কুমার বাড়ী বাজার থেকে তার পানির বতল মার্কায় ভোট প্রার্থনা করে গনসংযোগ শুরু করে পৌর সদরের টেম্পুষ্ট্যান্ড,গার্লস স্কুল,বিএনখান ডিগ্রী কলেজ,কলেজ মোর চৌরাস্তা,রাখালতলা স্কুল,হাজারী বাড়ির মোর,উপজেলা পরিষদ কমপ্লেস্ক ও ক্যাম্পাস সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে ভোটারের কাছে গিয়ে পানির বতল মার্কায় ভোট প্রার্থনা করে গনসংযোগ কর্মসূচী শুরু করেছেন। এ সময় স্বতস্ফুর্ত ভাবে শতশত মানুষ যুবলীগ নেতা জাকির হাওলাদারের সাথে তার পানির বতল মার্কায় ভোট প্রার্থনা করে গনসংযোগে অংশগ্রহন করলে গনসংযোগটি একটি শৃংখলিত অনুষ্ঠানে পরিনত হয়ে যায়। ৫নং ওয়ার্ডের পানির বতল মার্কার প্রার্থী মোঃ জাকির হোসেন হাওলাদারের এ গনসংযোগে উল্লেখযোগ্যদের মধ্যে তার সাথে ছিলেন মাস্টার আকবর হোসেন হাওলাদার,সেলিম হাওলাদার,স্বপন চন্দ্র দাস,সেলিম ভুঞা সহ আওয়ামীলীগ ও শুসীল সমাজের বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।