যুগবার্তা ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সভা শুক্রবার বিকেলে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সভায় গত ১২ মার্চ অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কাউন্সিলের দিন থেকে ধারাবাহিকভাবে দলের শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, সদস্য শরীফ নূরুল আম্বিয়া, সদস্য মইনউদ্দিন খান বাদল ও সদস্য মুশতাক হোসেনকে দলের সকল পদ-পদবী ও দায়দায়িত্ব থেকে অব্যাহতি প্রধান করা হয়েছে।