আজ বিশ্ব বন্ধু দিবস

যুগবার্তা ডেস্কঃ বন্ধুতো বন্ধুই, যার কাছে সব বলা যায়।বন্ধু মানে আশ্রয়, বন্ধু মানে নির্ভরতা। বন্ধু মানেই হাত বাড়িয়ে, মন বাড়িয়ে ছোঁয়া। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়া। সৃষ্টির শুরু থেকে মানবসমাজ বন্ধুত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ। তবে বন্ধুত্ব চিরন্তন হলেও যুগে যুগে বদলেছে এর ধরন। বন্ধু ভেবে ভুল মানুষকে কাছে টেনে হোঁচট খেয়েছেন অনেকে। বিশ্ব বন্ধু দিবসে তাই সবার আগে বন্ধু নির্বাচনে সতর্ক হতে বলছেন মনোবিজ্ঞানীরা।

বয়সের সঙ্গে বয়সের মিল নয়, বন্ধু মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। বন্ধু মানে একাকীত্বকে দূরে ঢেলে খুব প্রয়োজনে খুঁজে পাওয়া নির্ভার দুটি হাত। হাসি কান্না খুনসুটির পথচলা।

বন্ধু ছাড়া বেঁচে থাকা যেন নিঃসঙ্গতাকে বেছে নেয়া। জীবনের কোনো না কোনো বাকে বন্ধু মেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কালের বিবর্তনে বন্ধুত্বের ধরনে পরিবর্তন এলেও এর আবেদন সেই আদি অকৃত্রিম।

তবে সময়ের ব্যবধানে ঈর্ষা, ক্ষোভ আর লালসার কাছে অনেক সময়ই খেই হারায় এই বন্ধন।

বন্ধু যেমন জীবনে যোগায় প্রেরণা, তেমনি নিয়ে যেতে পারে বিপথেও। তাই নতুন বন্ধুর ডাকে সাড়া দেয়ার আগে তার মানসিকতা ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ মনোবিজ্ঞানীদের।

তাই বিশ্ব বন্ধু দিবসের আবেদন দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন, জয় হোক বন্ধুত্বের।