Home রাজনীতি আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরন শুরু; ফরম নিলেন শেখ হাসিনা

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরন শুরু; ফরম নিলেন শেখ হাসিনা

20

স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামীলীগ।শনিবার সকাল ১০টায় মনোনয়ন প্রাত্যাশি প্রার্থীদের মাঝে ফরম বিতরর উদ্বোধন করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উদ্বোধন শেষে গোপালগঞ্জ-৩ আসনের ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ফরম নিয়েছেন শেখ হাসিনা। কেন্দ্রীয় কার্যলয় থেকে শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ।।
আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।কার্যলয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের নির্ধারিত বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।