Home শিক্ষা ও ক্যাম্পাস অবরোধে স্থগিত ইবির জব টেস্ট পরীক্ষা

অবরোধে স্থগিত ইবির জব টেস্ট পরীক্ষা

39

ইবি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের কারণে অনিবার্য কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮-১১-২০২৩ তারিখে প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদে জব টেস্ট সকাল ৯:৩০ টায় অনুষ্ঠিত হওয়ার সময় সূচি নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তীতে জানানো হবে।’