অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়নি: শ্রীলংকা

যুগবার্তা ডেস্কঃ বাংলাদেশকে না জানিয়েই দেশটির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করেছে শ্রীলংকা। মঙ্গলবার গলফ নিউজে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শ্রীলংকার অভিবাসী এবং প্রবাসী বিষয়ক মহানিয়ন্ত্রক এম.এন. রানাশ্রীংহা বলেছেন, বিষয়টি এ রকম নয়। বৃহস্পতিবার তিনি বলেন, শ্রীলংকান ভিসা নীতির ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। বাংলাদেশি নাগরিকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবে বা অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবে। ভিসা এন্ড বর্ডার ম্যানেজমেন্টের ভিসা মহানিয়ন্ত্রক এম.বি.উইরাসেকারা বলেন, যদিও নিরাপত্তাজনিত কারণে অন-অ্যারাইভাল ভিসা নীতি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এখন আর কোনও ঝামেলা নেই। এর আগে শ্রীলংকা বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় শ্রীলংকান হাই-কমিশনার ইয়াসুজা গোনাসেকারাকে তলব করে নিন্দা জানায় ও অন-অ্যারাইভাল ভিসা বাতিল সংক্রান্ত কারণ ও অগ্রগতি জানাতে চায়। এবং প্রতিবাদে শ্রীলংকান নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা স্থগিত করে। এর পরপরই শ্রীলংকা কৃর্তপক্ষ অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয় নি বলে জানায়। কলেম্বোর বাংলাদেশ হাই-কমিশনার থেকে বলা হয়েছে, ‘অনেক শ্রীলংকান নাগরিক ঢাকাতে বসবাস করছে । তারা দুই দেশের পুর্নমিলনের অপেক্ষায় আছে।