Home জাতীয় অটোরিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মিরপুরে বিক্ষোভ

অটোরিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মিরপুরে বিক্ষোভ

133

ডেস্ক রিপাের্ট: অটোরিকশা-ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ঢাকার মিরপুরে সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং অটোরিকশা-ভ্যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম কিরণ, রাশেদ শাহরিয়ার, শামীম ইমাম, শহিদুল ইসলাম, ভজন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। প্রথমে দুয়ারীপাড়া মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল শুরু হয়ে পল্লবী-সাড়ে ১১ এলাকার রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন বিভিন্ন এলাকার গলিপথে রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হতে থাকে। মিরপুর সাড়ে ১১ মোড়েও একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুনরায় মিছিল করে সবশেষে দুয়ারীপাড়ায় সমাপনী সবাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আগামীকাল ২৪ জুন সকাল ১০টার মধ্যে দুয়ারীপাড়া এলাকায় জমায়েত হওয়ার জন্য নেতৃবৃন্দ সবাইকে আহ্বান করেন।