ok এবং ok

জীনাত লীনাঃ “গা ঘেঁষে দাঁড়াবেন না” Ok এবং Ok. একটা কড়া warning ওই লাফাঙ্গারদের উদ্দেশ্যে যারা সুযোগ বুঝে অর্থাৎ ভিড়ের মধ্যে মেয়েদের body touch করে। এ ব্যপারে আমরা নারীরা conscious হচ্ছি সাথে অন্যদেরকেও উদ্বুদ্ধ করছি ব্যপারটা বেশ Positive ।
তবে এর সাথে সাথে আর একটা বিষয় আমাদের মাথায় থাকতে হবে যেটা হচ্ছে Bad touch and good touch. আমাদের বুঝতে হবে আসলে কোনটা খারাপ স্পর্শ অর্থাৎ ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলকভাবে স্পর্শ করা। আর কোনটা অনিচ্ছাকৃত। কারণ সব পুরুষ যে এমন বাজে কাজ করে এমন তো নয়। অনেক সময় দেখা যায় বেশি গাদাগাদি, লাইনে দাঁড়ানো বিশেষ করে বাসে কিংবা ট্রেনে অনিচ্ছাকৃত ভাবেও এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এমনকি অনেক সময় অনেক মেয়েরাও ব্যালেন্স রাখতে না পেরে ছেলেদের গায়ে পড়ে যায়। ব্যপারটা ঠিক এমন ভেবে, বুঝে এড়িয়ে যাওয়া উচিত। অপর দিকে অপরপক্ষ সুন্দরকরে স্যরি বলে দিলেই হয়। এটাই হচ্ছে আমাদের সুস্থ বোধ। তা না করে খেই খেই করে সবার সামনে তাকে হেনস্তা করা অন্যায়।

আমাদের সকলের (নারী-পুরুষ ) শুভবুদ্ধির উদয় হোক। ভালো থাকুন মানুষসম্প্রদায়।-লেখকঃ একজন সমাজকর্মী।