Home রাজনীতি ১৭ আগস্টের সন্ত্রাসবাদী বোমা হামলাকারীরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু: জাসদ

১৭ আগস্টের সন্ত্রাসবাদী বোমা হামলাকারীরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু: জাসদ

33

ডেস্ক রিপোর্ট: ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে বোমা হামলার সন্ত্রাসী ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, ২০০৫ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ রাষ্ট্রীয় প্রশাসনিক মদদে প্রতিষ্ঠিত ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাসবাদী জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছিল। তারা বলেন, ১৭ আগস্টে সন্ত্রাসবাদী বোমা হামলাকারীরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু। এরা বাঙালি জাতির ভাষা-সংস্কৃতি-স্বাধীনতা বিরোধী। এরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। এই ধর্মীয় মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদীরা ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মুস্তাক-জিয়ার হাত ধরে পুনর্বাসিত হয়েছিল। ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পর এই তলেবানি শক্তি রাষ্ট্র-সরকার-প্রশাসন-গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছিল। তারা বলেন, এই ধর্মীয় মৌলবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী শক্তি ভিন্ন ভিন্ন নামে এখনও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এই তালেবানি শক্তি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে নজিরবিহীন সন্ত্রাসবাদী সহিংসতা চালিয়েছে। এরা বাংলাদেশ রাষ্ট্রের প্রতীক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছিল। তারা বলেন, শেখ হাসিনার সরকার এই তলেবানি শক্তিকে দমন করলেও এরা এখনও সম্পূর্ণ পরাজিত ও আত্মসমর্পণ করেনি। জাসদ নেতৃদ্বয় বাংলাদেশ রাষ্ট্রকে তালেবানি ঝুঁকি থেকে এবং নিরাপদ করতে বিভিন্ন নামে বিরাজমান তালেবানি শক্তিকে সম্পূর্ণ পরাজিত ও নির্মূল করার জন্য অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার থাকার আহ্বান জানান।