Home রাজনীতি সংসদ কক্ষে রওশন এরশাদের টেবিলের সামনে প্রধানমন্ত্রী

সংসদ কক্ষে রওশন এরশাদের টেবিলের সামনে প্রধানমন্ত্রী

45

স্টাফ রিপোটারঃ সংসদ কক্ষে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের টেবিলের সামনে গিয়ে তার খোঁজ-খবর নেন। এ সময় প্রায় পাঁচ মিনিট রওশন এরশাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৯ জুন) সংসদ অধিবেশন শুরুর আগে হুইল চেয়ারে নিজ আসনে আসেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশন কক্ষে ঢোকেন। সে সময় নিজ আসনে না বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি রওশন এরশাদের টেবিলে সামনে এসে দাঁড়ান। সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, সংসদ সদস্য শাদ এরশাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় তার শরীর খোঁজ খবর নেন।

রওশনের তুলনামূলক সুস্থতার কথায় প্রধানমন্ত্রী বলেন, শুধু সুস্থ হলেই হবে না, আপনাকে পদ্মা সেতু পাড়ি দিতে হবে।

জবাবে রওশন এরশাদও পদ্মা সেতু পাড়ি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

রওশন এরশাদ থাইল্যান্ডে বামরুনগ্রাদ হাসপাতালে ৮ মাস চিকিৎসাধীন থাকার পর ২৮ জুন দেশে ফেরেন তিনি। দেশে আসার পরদিন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন বিরোধী দলীয় নেতা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বিএনপিকে ঈঙ্গিত করে বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের যারা বিরোধিতা করেছে তাদের মুখে চুনকালি পড়েছে।