Home শিক্ষা ও ক্যাম্পাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে–জামালপুরে শিক্ষামন্ত্রী

সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে–জামালপুরে শিক্ষামন্ত্রী

30

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের সব স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে। আশা করছি সংক্রমণ বাড়বে না। এরপরও যদি কোথাও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় হবে। প্রয়োজনে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, সেটা করতেও দ্বিধা করব না।

শনিবার (১১ সেপ্টেম্বর) জামালপুর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদানের আগে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (ঢাকা বিভাগ), তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), কেন্দ্রীয় কমিটি সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, আবুল কালাম আজাদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।