Home সাহিত্য ও বিনোদন শেখ রাসেল স্মরণে সাংবাদিক আজাদীর একটি অসাধারণ গান

শেখ রাসেল স্মরণে সাংবাদিক আজাদীর একটি অসাধারণ গান

56

শেখ রাসেল স্মরণে গান
কথা ও সুর: জাকির হোসেন আজাদী

কখনো কখনো মাঝ রাতে শুনি
শেখ রাসেলের কান্নার ধবনি
আমাকে মেরোনা আমাকে মেরোনা
আমি মায়ের কাছে যাবো
বলছিল শেখ রাসেল সোনামনি।।

তাঁর চিৎকারে সেদিন শত্রুর বুকে
একটুও দয়া হয়নি
অবুঝ শিশুকে হত‍্যায় তাদের
একটুও দিল কাঁপেনি,
সুবহে সাদেকে মিনারে মিনারে
যখন ভাসছিল আজান ধবনি।।

মায়ের লাশের পাশে পড়ে থাকলো
রাসেলের নিথর দেহ
প্রতিবাদ করতে আসেনি সেদিন
বাঙালি সন্তান কেহ,
যদি রাসেল সোনা থাকতো বেঁচে
আজ সে হতো শান্তি সুখের খনি।।

Songs in memory of Sheikh Russell
Lyrics and Music: Zakir Hossain Azadi

Sometimes I listen in the middle of the night The sound of Sheikh Russell’s cry
don’t kill me don’t kill me
I will go to my mother
Sheikh Russell Sonamani was saying.

His screams on the chest of the enemy
that day No mercy at all
They kill ennocent children
Didn’t even shake a bit,
Subhe Sadeke minare minare
When the Azan was playing.

He was lying next to his mother’s body Russell’s frozen body
He did not come to protest that day
Who is a Bengali anybody
If Russell Sona were alive
Today he would be a mine of peace and happiness.