Home সাহিত্য ও বিনোদন শিশুদেরকে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিকবোধ সম্পন্ন করে গড়তে তুলতে হবে

শিশুদেরকে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিকবোধ সম্পন্ন করে গড়তে তুলতে হবে

69

ডেস্ক রিপোর্ট: শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. এ মান্নান। তিনি শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিকবোধ সম্পন্ন করে গড়ে তুলতে খেলাঘরের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে ১০গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষায় একুশে পদক প্রাপ্তিতে প্রফেসর মাহফুজা খানম, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মনজুরুল আহসান খাঁন, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহবুব জামান, ডা. আমজাদ হোসেন, বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ড. আলী আজগর (মরনোত্তর), নারী জাগরণে বিশেষ অবদানের জন্য আরমা দত্ত , শিক্ষায় বিশেষ অবদানের জন্য শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ডা. দিবালোক সিংহ, সাহিত্যে বিশেষ অবদানের জন্য ঝর্ণা দাস পুরকায়স্ত -কে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ জানুয়ারি শুক্রবার, বিকেল ৪টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। সভাপতিত্ব করেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী জাবেদ ইকবাল শিহাব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. সেলু বাসিত, প্রকৌশলী আলী ইদরিস এবং খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক সৌমেন পোদ্দার, তৌহিদ রিপন, আক্তার হোসেন, বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির, কেন্দ্রীয় সদস্য শাহীন আখতার, বাবুল আকতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার ।