Home রাজনীতি শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসে ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত–সেতু মন্ত্রী

শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসে ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত–সেতু মন্ত্রী

51

ডেস্ক রিপোর্ট : বিআরটিসির বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী পহেলা ডিসেম্বর থেকে বিআরটিসি বাসের জন্য পুনঃনির্ধারিত বা কনসেশনকৃত এ ভাড়া সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

মন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান।
মন্ত্রী আরো জানান, ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয় পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না এবং শীঘ্রই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে বলেও তিনি জানান।