Home জাতীয় রাষ্ট্রায়ত্ত খাত রক্ষার আন্দোলনে ১৭ জন শ্রমিক হত্যার স্মরণে শ্রমিক হত্যা দিবসের...

রাষ্ট্রায়ত্ত খাত রক্ষার আন্দোলনে ১৭ জন শ্রমিক হত্যার স্মরণে শ্রমিক হত্যা দিবসের আলোচনা সভা

60

স্টাফ রিপোটার: আজ ৩০ জুন জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পাট-সূতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রায়ত্ত পাট-সুতা ও বস্ত্রকল আধুনিকায়ন করে চালুর দাবি জানানো হয়।
সভায় সংগ্রাম পরিষদের আহবায়ক প্রবীণ শ্রমিকনেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক জনাব কামরূল আহসান, জনাব মছিউদদৌল্লা, জনাব জেড.এম. কামরুল আনাম, জনাব সিরাজুল ইসলাম, জনাব মনোয়ার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন আসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন কিশোর রায়, আনোয়ার আলী, সাহিদা আখতার শিখা, আব্দুল কাদের, মুরসিকুল শিমূল প্রমুখ।
লোকসানের অজুহাত দেখিয়ে পাট-সুতা ও বস্ত্রকলগুলো বন্ধ করা হয়েছে। ভুলনীতি, দূর্নীতি ও অব্যবস্থাপনার কারণ পরিলক্ষিত হলেও মৌলিক কারণ পুরাতন অনাধুনিক যন্ত্রের ব্যবহার যা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসলেও আমলে নেয়া হয়নি। কারখানাগুলোকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা আধুনিকায়ন করে চালু করলে অবশ্যই লাভজনক শিল্পে উন্নীত করা সম্ভব যা আমাদের প্রধানতম দাবি।