Home জাতীয় রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

40

ডেস্ক রিপোর্ট: তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক) চেয়ারম্যান বুধবার জানান,তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণকাজ চলবে রাতে। আর সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে।

এ আট ঘণ্টার মধ্যে জরুরি অবতরণের দরকার হলে উড়োজাহাজগুলোকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।-আমাদের সময়.কম