Home জাতীয় মেহেন্দিগঞ্জে ৬ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জনের মনোনয়নপত্র দাখিল

মেহেন্দিগঞ্জে ৬ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জনের মনোনয়নপত্র দাখিল

47

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ২৯ জন। সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার চরএককরিয়া, জয়নগর, আন্দারমানিক, লতা, বিদ্যানন্দপুর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জনে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৬, ইসলামি আন্দোলন ৪ এবং স্বতন্ত্র ১৯ জন। মহিলা মেম্বার পদে ৬৭জন, পুরুষ মেম্বার পদে ২০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।১নং আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার পদে ১১জন ও পুরুষ মেম্বার পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কবিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ নাসির উদ্দীন, অপর তিনজন স্বতন্ত্র প্রার্থী। ২নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোঃ হেমায়েত উদ্দীন হাওলাদার, অপর ৪ জন সতন্ত্র প্রার্থী। ৩নং চরএককরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা মেম্বার পদে ১০জন ও পুরুষ মেম্বার পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আঃ মকিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, অপর ২ জন স্বতন্ত্র প্রার্থী। ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার পদে ১৩জন ও পুরুষ মেম্বার পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আঃ জব্বার খা , অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বাপ-বেটা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আঃ জলিল মিয়া ও তার ছেলে আঃ মনির মিয়া। ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১১জন ও পুরুষ মেম্বার পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলাল মোল্লা অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার স্বতন্ত্র প্রার্থী।১৫ নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা মেম্বার পদে ১২জন ও পুরুষ মেম্বার পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি সেকান্দার আলী জাফর, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান,
অপর ৪জন স্বতন্ত্র প্রার্থী। তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আজ ১৭মে মনোনয়পত্র দাখিলের শেষ দিন ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯মে। আগামী ১৫জুন ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, আঃ জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আঃ জব্বার খা ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া প্রমুখ।