Home রাজনীতি মামুনুল হকের আইনী অধিকার পাওয়ার অধিকার রয়েছে : ডা. জাফরুল্লাহ

মামুনুল হকের আইনী অধিকার পাওয়ার অধিকার রয়েছে : ডা. জাফরুল্লাহ

39

স্টাফ রিপোটার: গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মামুনুল হকের আইনী অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তার পরিবারকে গত ১৫ মাসে একবার দেখা করতে দেয়া হয়েছে। মামুনুল হকসহ অন্যান্য আলেমদের তাদের পরিবারের সাথে দেখা করতে না দেয়া জালেমের কাজ।

রবিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ মতামত কেন্দ্র আয়োজিত “হয়রানীিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস : নাগরিক সমাজের উদ্বেগ” এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানবিক না হলে যতই নামাজ তাহাজ্জুত কোরআন পড়েন এবং কোরবানী করেন কোনো কাজ হবে না। ক্ষমা পাবেন না। আটকদের মুক্তি দেন। এসব ফাজলামি বন্ধ করেন।

তিনি বলেন, যদি আগামী দুদিনের মধ্যে আলেম ওলামাসহ রাজবন্দীদের মুক্তি না দেয় তাহলে ১০ হাজার মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করবো। বসে থাকবো ঈদের নামাজ পড়তে দেবো না। আমার শ্বাস কষ্ট আছে। যদি মরে যাই তা হবে সম্মানজনক মৃত্যু। বিচারপতিদের বলি আপনারা শেখ হাসিনার চাকর নয়, আপনারা জনগনের চাকর। ভুলে গেছেন? কে কখন দৌঁড়াবেন টেরও পাবেন না।

আলেমরা নরেন্দ্র মোদি যে খারাপ লোক এটাই বলেছেন। এজন্যই চাননি তিনি বাংলাদেশে আসুক। তাই আন্দোলন করেছেন। তাই বলে কি তাদের আটকিয়ে রাখবেন?

হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে পারেন না। আপনারা সবসময় দ্বিচারিতা করছেন। এগুলো বন্ধ করেন।

তওবা করেন। সুষ্ঠু নির্বাচন দেন। ক্ষমতায় আসলে ভালো না আসলে সমস্যা নেই। আপনাকে আমরা নিরাপত্তা দেবো। একটাই দাবি মুক্তি চাই আলেমদের।