Home শিক্ষা ও ক্যাম্পাস মামস্ স্কুলে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন

মামস্ স্কুলে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন

46

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত জমকালো আয়োজনের মধ্যদিয়ে রাজধানী উত্তরার তুরাগে মাম্স এম এ আউয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২। শনিবার সকাল ৯টায় এম এ আউয়াল ওয়েলফেয়াল ট্রাস্টের আয়োজনে এ কনফারেন্স সম্পন্ন হয়।

আয়োজনটিতে বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এ্যাড. আবদুল বাতেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাঈল মিয়া আলিফ এবং অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন মাম্স প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল। এতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ।

অনুষ্ঠানটিতে সমসাময়িক বিষয়ের ওপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন- ইনস্টিটিউট ফর দ্যা ডেভেলাপমেন্ট অফ অনলাইন লানিং এর চেয়ারম্যান প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রিসার্চ এন্ড পাবলিকেশন ডিরেক্টরের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আফরোজা বুলবুল আফরিন, সিসটেক চেয়ারম্যান আইসিটি লেখক ও গবেষক মাহবুবুর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও লেখক এ. বি. এম সোহেল রশিদ, বিশিষ্ট ছড়াকার ও গ্রাফিক্স ডিজাইনার নুরুজ্জামান ফিরোজ প্রমুখ।