Home সাহিত্য ও বিনোদন “ভালোবাসার রঙ মাখো” শিরোনামের গান নিয়ে আসলেন শিল্পী নিশি শ্রাবণী

“ভালোবাসার রঙ মাখো” শিরোনামের গান নিয়ে আসলেন শিল্পী নিশি শ্রাবণী

227

জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ‍্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে যায়গা করে নিয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন “ভালোবাসার রঙ মাখো” শিরোনামে একটি অসাধারণ গান।

এই বিষয়ে শিল্পী নিশির সঙ্গে কথা হয়। তিনি বলেন, ” ভালোবাসার রঙ মাখো” আমার নতুন একটি মৌলিক গান। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার জীবনের সেরা কাজ হয়েছে এটি।

এই অসাধারণ গানটি গীতিকার- আহসান কবির সুরকার- প্লাবন কোরেশী। সংগীতায়োজন : শামীম মাহমুদ। কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। প্রযোজনা- উর্বশী ফোরাম।

গানটি শুনতে চোখ রাখুন উর্বসি ফোরাম গানের সিড়ি এর ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে…!

গানটির লিরিক্স :

ভালোবাসার রঙটা মাখো

নিজেরও মনটা আঁকো

স্বার্থের ধন্দে পড়ো না…

ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না

ভালোবাসা হবার পরে ‘বিট্রে’ করো না

ভালোবাসার ধর্ম জ্বালা

জীবনভর মর্ম পালা

ভালোবেসেই তবু মরো না..

ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না

ভালোবাসা হবার পরে ‘বিট্রে’ করো না

উঠে যাবার খোঁজো সিড়ি

কে হবে বসার পিড়ি?

স্বার্থ নিয়ে প্রেমে পড়ো না..

ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না

ভালোবাসা হবার পরে ‘বিট্রে’ করো না…

ন্যাড়া পাগল কবির বলে

চোখের জলে আগুন জ্বলে?

ভেজা চোখে দুঃখ গড়ো না…

ভালোবাসার নামে কাউকে ‘ইউজ’ কোরো না

ভালোবাসার হবার পরে ‘বিট্রে’ করো না

গীতিকার ও সুরকার- আহসান কবির

কণ্ঠশিল্পী: নিশি শ্রাবণী

মিউজিক: শামীম মাহমুদ