Home খেলা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরে যেতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে?

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরে যেতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে?

36

ডেস্ক রিপোর্ট: বিরাট কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এমন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে অক্টোবরের পর নিজেদের পদ থেকে সরে যাবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ। কারণ তাদের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

সৌরভ-বিরাট বিতর্ক ভারতীয় ক্রিকেটের এখন সবচেয়ে চর্চিত বিষয়। কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বোর্ড সভাপতি। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে কোহলির থেকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তারপর বিরাটের বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পর পরিস্থিতি আরও জটিল হয়। সমস্ত দায় এসে বর্তায় সৌরভের ওপর।

সম্প্রতি বিরাট টেস্ট দলের অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পরও অভিযোগের তীর ওঠে সৌরভের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার তীব্র প্রতিবাদ হয়। কাঠগড়ায় দাঁড় করানো হয় বোর্ড সভাপতিকে। কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে টেস্টে সাফল্যের পর এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। তাই অনেকেই সোশ্যাল মিডিয়ায় সৌরভকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। আগামী দিনে জল কতদূর গড়াবে সেটা সময়ই বলবে। – আমাদের সময়.কম