Home খেলা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল

47

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাইপর্বে স্থগিত থাকা দুই দলের ম্যাচটি কবে হবে তা নিয়ে ছিল চাপা উত্তেজনা। কিন্তু বিশ্বকাপের আগে আর ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ হচ্ছে না। দুই দলের কথায় রাজি হয়ে ম্যাচটি বাতিল করেছে ফিফা। তবে এ কারণে দুই দলের ফেডারেশনকে জরিমানাও করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

কাতার বিশ্বকাপ অনেক আগেই নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই স্থগিত থাকা ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল কেবলই নিয়মরক্ষার। কিন্তু ফিফা চেয়েছিল আগামী মাসে ম্যাচটি মাঠে গড়াক। তবে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাতে আপত্তি জানান। বিশ্বকাপের আগে কার্ডখরা ও ইনজুরি ঝুঁকিতে পড়তে চায় না কোনো দলই। তাই এর পরিবর্তে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। গত বছরের সেপ্টেম্বরে বাছাইপর্বের সেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেটিনা। কিন্তু ম্যাচের ৯ মিনিট না পেরোতেই বেধে যায় হট্টগোল। চার আর্জেন্টাইন ফুটবলার কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ করায় তাদের আটক করতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এরপর আর খেলা শুরুই করা যায়নি। ম্যাচটি বাতিলের জন্য ক্রীড়া আদালতে যায় ব্রাজিল ফেডারেশন, আর্জেন্টিনা ফেডারেশন ও ফিফা।
ইত্তেফাক