Home জাতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের নিন্দা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের নিন্দা

10

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে মর্মে রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাসান ওয়ালী এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ বলেন, “দীর্ঘদিন ধরেই সরকারের অযৌক্তিক ট্যাক্স আরোপের বিরুদ্ধে আন্দোলন করে আসছে ছাত্র ইউনিয়নসহ সাধারণ শিক্ষার্থীরা৷ ‘নো ভ্যাট অন এডুকেশন’ মুভমেন্টের মাধ্যমে প্রথম এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছিলো ছাত্র জনতা৷ আপিল বিভাগের রায়ের মাধ্যমে নতুন করে এই ট্যাক্স আরোপ হলো। এই ট্যক্সের প্রতিটি টাকা সাধারণ শিক্ষার্থীদের পকেট থেকেই নেবে বিশ্ববিদ্যালয়গুলো। যা শিক্ষাকে পণ্যে রূপান্তরের চূড়ান্ত ধাপ।”

নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, “অনতিবিলম্বে এই ট্যাক্স প্রত্যাহার না করলে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে। যার ফল সরকারের জন্য সুখকর হবে না।”

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে ভ্যাট আরোপের চেষ্টা করে সরকার, পরবর্তীতে ২০১৫ সালে ১০ শতাংশ ভ্যাট এবং ২০২০ সালে ১৫ শতাংশ ট্যাক্স আরোপের প্রস্তাব বাজেটে পাশ হলেও “নো ভ্যাট অন এডুকেশন” এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং হাইকোর্টে রিটের কারণে ভ্যাট/ট্যাক্স প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার।