Home জাতীয় বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

30

ডেস্ক রিপোর্ট: আজ ৩ অক্টোবর বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কমিটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘আন্তর্জাতিক এ্যাকশন দিবসে’ শ্রমিকের মর্জাদাপূর্ণ জীবন সময়ের দাবি শীর্ষক আলোচনা সভা তোপখানারোডস্থ শিশুকল্যাণ কেন্দ্র মিলানায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিটি সদস্য জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব ডাঃ ওয়াজেদুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিটির সদস্য জনাব আব্দুর রাজ্জাক, জনাব রাজেকুজ্জামান রতন, জনাব নোমানুজ্জামান আল আজাদ, জনাব আব্দুর কাদের হাওলাদার। সভা সঞ্চালনা ও ঘোষণা পাঠ করেন বাংলাদেশ কমিটি আহবায়ক জনাব, কামরুল আহসান।
সভায় ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের জন্য সর্বজনীন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শ্রমজীবী মানুষ ও অবসরভোগীদের জীবনমানের উনśতি, ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা, সাম্প্রদায়িকতা, ˆবষম্য এবং বর্ণবাদ নির্মূল, শ্রমিক শ্রেণীর সংহতি, জনগণের নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার বর্তমান সময়ের দাবি হিসাবে তুলে ধরা হয়।