সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৩৮ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে । মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৬ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৪ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু’র সংখ্যায় এখন তৃতীয় অবস্থায় ইউরোপের দেশ ম্যাক্সিকো। ম্যাক্সিকোতে মৃত্যু ২ লাখ ৩০ হজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যে মৃত্যু ১ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর এক পরাশক্তির দেশ রাশিয়ায় মৃত্যু ১ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে।

ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন ঘোষণা করেছ।

দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।

চীনের উহান রাজ্যে গত ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়।তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে যুক্তরাজ্যসহ কয়েকটি রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া শুরু করেছে।বাংলাদেশ টিকা আবিস্কারে কাজ করছে।

বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ১৭ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৩৪৭ জন । সারাবিশ্বে মৃত্যু ৩৮ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে । সুস্থ হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৬০৭ জন। উৎপত্তি দেশ চীনে আক্রান্ত ও মৃত্যু উভয় কমলেও উৎপত্তিস্থল উহানে ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন । ব্রাজিলে মৃত্যু ৪ লাখ ৯৩৮হাজার ৬২১ জন। ম্যাক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন। যুক্তরাজ্যে মৃত্যু ১ লাখ ২৭ হাজার ৯৫৬ জন। ইতালি ১ লাখ ২৭ হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছে । ফ্রান্সে মৃত্যু ১ লাখ ১০ হাজার ৭০২ জন। রাশিয়ায় মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৪৫৪ জন । ইরানে এ পর্যন্ত মৃত্যু ৮২ হাজার ৮৫৪ জন। ভারতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৭৬৭ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ১৩ হাজার ৪৬৬ জন।