Home আন্তর্জাতিক বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ মেয়র’ একজন কমিউনিস্ট!

বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ মেয়র’ একজন কমিউনিস্ট!

53

শান্তনু দে: তিনি ফ্রান্সের শহর গ্রিগনির মেয়র ফিলিপে রিও। ফ্রান্সের কমিউনিস্ট পার্টি (পিসিএফ)-র সদস্য।
ওয়াশিংটন থেকে বোগোতা, বুয়েনস আয়ার্স থেকে নয়াদিল্লির মতো শহরের প্রশাসকদের হারিয়ে তিনি একেবারে শীর্ষে।
লন্ডন-কেন্দ্রিক থিঙ্ক ট্যাঙ্ক সিটি মেয়রস ফাউন্ডেশন রিওকে নেদারল্যান্ডের রোটারদাম শহরের মেয়রের সঙ্গেই বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ মেয়র’ হিসেবে বেছে নিয়েছে। কোভিড মোকাবিলা-সহ রিওর ‘সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তববাদী মনোভাবের’ সঙ্গে ‘দারিদ্র ও সামাজিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে অবিচল যোদ্ধা’ হিসেবেই তাঁকে এই স্বীকৃতি। লকডাউনের দিনগুলিতে গরির মধ্যবিও পরিবারে খাবার পৌছে দেওয়ায় পৌর প্রশাসনের ভূমিকা ছিল এক দৃষ্টান্ত।
ফ্রান্সের সবচেয়ে হতদরিদ্র শহর গ্রিগনি। জনসংখ্যার অর্ধেকের বয়স তিরিশের কম। অর্ধেকই দারিদ্রসীমার নিচে। এহেন শহরের মেয়র বলেছেন, এই পুরস্কার আসলে গ্রিগনির যৌথ কাজের ফসল। কঠোর পরিশ্রমের ফসল। ‘একজন মেয়র কখনও সুপারহিরো হতে পারেন না।’ অস্থায়ী ঠিকা শ্রমিকের সন্তান রিও ১৯৯৫ থেকে ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সদস্য।