Home রাজনীতি বিদ্যুতের দাম বাড়ানো নয়, চুরি-দুর্নীতি-লুটপাট বন্ধের আহবান

বিদ্যুতের দাম বাড়ানো নয়, চুরি-দুর্নীতি-লুটপাট বন্ধের আহবান

34

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ আজ ১৯ মে এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন কুইক রেন্টালের নামে বিদ্যুৎ ব্যবসায়ীদের সুবিধা দেয়া, সিস্টেম লসের নামে চুরি এবং কেনাকাটার নামে লুটপাটের দায় জনগণের উপর চাপিয়ে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে কিন্তু চুরি দুর্নীতি বন্ধ হচ্ছে না। বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।