Home সারাদেশ বাণীশান্তার কৃষকরা হুকুম দখল বাতিলের দাবিতে খুলনা ডিসিকে স্মারকলিপি দিলেন

বাণীশান্তার কৃষকরা হুকুম দখল বাতিলের দাবিতে খুলনা ডিসিকে স্মারকলিপি দিলেন

30

খুলনা থেকে মো. নূর আলমঃ পশুর নদীর ড্রেজিংয়ের বালি ফেলার জন্য তিনশো একর উর্বর তিনফসলি কৃষিজমির হুকুম দখল বাতিলের দাবিতে বাণীশান্তার কৃষকরা স্মারকলিপি দিলেন খুলনা ডিসি মোঃ মনিরুজ্জামান তালুকদারকে। ২ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার দুপুর সাড়ে ১২টায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, বাপা খুলনার সমন্বয়কারি এ্যাড. বাবুল হাওলাদার, বাপা নেতা হাছিব সরদার, ইস্রাফিল বয়াতী, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিত গাইন, হিরন্ময় রায়, অশোক মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, বৈশাখী মন্ডল প্রমূখ। স্মারকলিপি প্রদানকালে বাপা ও কৃষিজমি সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং প্রশাসন যখন জমি হুকুম দখলের জন্য মতামত চেয়েছিলো তখনই আমরা হুকুম দখলের বিরুদ্ধে মতামত প্রদান করেছিলাম। বাণীশান্তা ইউনিয়ন ও দাকোপ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও মানুষের মতামতকে উপেক্ষা করেই উর্বর কৃষিজমি বালি ফেলার জন্য হুকুম দখল করা হয়েছে। নেতৃবন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বার বার বলছেন ”কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন করা যাবেনা” ”এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবেনা” ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী অনুশাসন বাস্তবায়ন না করে বরং একটি মহল কৃষিজমি ধ্বংসের ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ খুলনার ডিসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুশাসন বাস্তবায়নে তিনশো একর কৃষিজমি হুকুম দখলের বাতিলের দাবী জানান। নেতৃবৃন্দ তিনফসলি কৃষিজমিতে পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার মোংলা বন্দর কর্তৃপক্ষ’র ভুল সিদ্ধান্তও বাতিলের দাবি জানিয়ে তাদের প্রস্তাবিত বিকল্প জায়গায় বালি ফেলার আহ্বান জানান।