আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন। তবে বার কোন ক্ষতি হয়নি। শনিবার এ ঘটনা ঘটার কথা জানিয়েছে হোয়াইট হাউস।
বার্তা সংস্থা এএফপির বলছে, সপ্তাহান্তে ছুটির মেজাজে থাকা বাইডেন স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দেলাওয়ারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। আর এ সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ পড়ে যান তিনি।
সাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। সেই সময় তিনি হঠাৎ পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সী নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শরীরে কোনো আঘাত পাননি বলে কোন মেডিকেল পরীক্ষারও দরকার নেই। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, বাকি ক’দিন তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই পোষা কুকুরের সাথে খেলতে গিয়ে বাইডেনের পা ভেঙেছিল।