Home সাহিত্য ও বিনোদন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ঘোষণা

27

ডেস্ক রিপোর্ট: ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২’ ঘোষণা করা হয়েছে ।বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২’-এর সম্মানিত সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে আজ ২৫শে জানুয়ারি বুধবার মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রাপ্তরা হলেন যারা
কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত কথা সাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণা মাসুদুজ্জামান ও অনুবাদে আলম খোরশেদ, নাটক- মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোর আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল ।

বাংলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।