Home শিক্ষা ও ক্যাম্পাস “বশেমুরবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি ফল প্রকাশ”

“বশেমুরবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি ফল প্রকাশ”

70

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bsmrstu.edu.bd/admission) ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলাফল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিনো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১৬ ও ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে জানা যাবে।

সীট ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমানদের তালিকা ১৯ জানুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷

উল্লেখ্য, এবছর ৮টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে মোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে। ১৬ জানুয়ারি থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ জানুয়ারি ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে এবং ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) জানিয়ে দেওয়া হবে।