Home রাজনীতি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান-মানুষ বাঁচান

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান-মানুষ বাঁচান

42

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসাব উপকমিটির এক সভা কমিটির ইনচার্জ ও পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে আজ ২০ জুন দুপুর ১২টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ দেশের সকল মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাড়াতে হবে। ইতিমধ্যে সরকারি- বেসরকারি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের যে ত্রাণ তৎপরতা চলছে তা পর্যাপ্ত নয়। ভয়াবহ এ বন্যায় গবাদিপশুসহ জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষ আজ এতটা অসহায় হয়ে পড়েছে যে খড়খুড়ো ধরে বাচার চেষ্টা করছে। বানভাসি সকলের কাছে আজ রান্না খাবর শুকনো খাবার, পানি ও জীবন রক্ষাকারি ঔষধ পৌঁছাতে হবে। সভা থেকে নেতৃবৃন্দ পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। পার্টির যে যেখানে আছেন সেখান থেকেই যেনো ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়। নেতৃবৃন্দ ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের প্রতি উদ্বাত্ত আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কমরেড মোস্তফা আলমগীর রতন।