Home সাহিত্য ও বিনোদন বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ৫টি নৃগোষ্ঠীর ভাষায় প্রকাশিত হবে

বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ৫টি নৃগোষ্ঠীর ভাষায় প্রকাশিত হবে

85

ডেস্ক রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলাদেশের ৫টি নৃগোষ্ঠীর (চাকমা, মারমা, ককবরক, গারো ও সাদরি) ভাষায় অনুবাদসহ সংশ্লিষ্ট ভাষার লিখন-বিধিতে প্রকাশের জন্য গঠিত আমাই-এর ‘অনুবাদ বাস্তবায়ন কমিটি’ এবং অনুবাদকগণের সমন্বয়ে অনুবাদ কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিত ৫টি ভাষার জন্য মনোনীত অনুবাদকগণ নিজ নিজ অনুবাদ কাজের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুবাদকগণ নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁদের অনুবাদ কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মহাপরিচালক সকলকে অবহিত করেন যে, ২০২৩ সনের মহান ২১ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একুশে বই মেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধান মন্ত্রী এই অনুদিত পুষ্তকগুলোর শুভ মোড়ক উন্মোচন করবেন ।